সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তবু আমি কবিতা লিখি -মো: মতিয়ার রহমান

মো: মতিয়ার রহমান
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

তবু আমি কবিতা লিখি
-মো: মতিয়ার রহমান।
আমি বলেছিলাম—
আর কবিতা লিখবো না।
কারণ এখন আর কেউ কবিতা পড়ে না।
লোকজন স্ক্রল করে,
থামে না—
যেমন থামে না কারও চোখ
অন্যের দীর্ঘশ্বাসে।
কবিতা নাকি সময় নষ্ট,
ভাবনা নাকি বিলাসিতা,
আর অনুভূতি—
সে তো এখন অপ্রয়োজনীয় বোঝা।
তবু-
যখন বুক ভরে আসে,
কথা খুঁজে পায় না জিভ—
তখন মানুষ কী করে?
আমি দেখেছি,
নীরব মানুষদের হাতে
সবচেয়ে বেশি কবিতা থাকে।
তারা উচ্চস্বরে পড়ে না,
চুপচাপ বাঁচে—
কবিতার মতোই।
কেউ বলে,
যে কবিতা পড়ে না,
সে নাকি ভালোবাসে না।
আমি বলি—
যে ভালোবাসে না,
সে-ই কবিতা পড়তে ভয় পায়।
কারণ কবিতা আয়নার মতো—
ভেতরের মুখটা দেখিয়ে দেয়।
যে নিজের শূন্যতা দেখতে চায় না,
সে কবিতার সামনে দাঁড়ায় না।
কবিতা প্রশ্ন করে,
“তুমি কেমন আছ?”
আর মানুষ সে প্রশ্নের উত্তর দিতে
সবচেয়ে বেশি ভয় পায়।
হয়তো তাই—
এই শহরে কবিতা কমে যাচ্ছে,
আর কংক্রিট বাড়ছে।
তবু আমি কবিতা লিখি।
যে পড়বে না, তার জন্যও লিখি।
কারণ একদিন,
কারও খুব একা লাগবে—
সে তখন শব্দ খুঁজবে।
হয়তো তখন,
এই কবিতার কোনো একটি লাইন
তার কাঁধে হাত রাখবে।
কবিতা কাউকে বাঁচায় না,
কিন্তু কাউকে মরতেও দেয় না।
এটাই তার অপরাধ,
এটাই তার শক্তি।
আমি কবিতা লিখি,
কারণ এখনও বিশ্বাস করি—
যেখানে কবিতা আছে,
সেখানে মানুষ পুরোপুরি হারিয়ে যায় না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host