তুমি আছো হৃদয়ে
-মোঃ মতিয়ার রহমান।
হাজার নয় লক্ষ নয়
কোটি জনতার মাঝে আমি চিৎকার করে বলবো
তুমি আমার,
তোমাকে ছাড়া আমি কিছুই ভাবি না।
আমি লাজ শরম ভয় বিসর্জন দিয়েছি
দু’চোখে কিছুই দেখিনা তোমাকে ছাড়া,
ভাবতে পারিনা লিখতে পারিনা তোমাকে ছাড়া,
কিচ্ছু বুঝতেও চাইনা তোমাকে ছাড়া ।
আমি রক্ত দিয়ে লিখেছি তোমার নাম
তুমি আমার একাকিত্বের অশ্রুমোচন,
হাজার পাখির সুরে গেয়ে যাই তোমার গান
তুমি আমার প্রাণ আমার হৃদয়ের দর্পণ।
তুমি আমার আকাশের ধ্রুবতারা
মধুর স্মৃতির আনন্দ কথা,
শীতার্ত দেহে অগ্নিপ্রভার উষ্ণতা
তুমি আমার নেশাধরা নীল মত্ততা।
আজো তোমার অনুভূতি
হৃদয়ে জাগিয়ে তোলে ঝংকার,
তুমি স্নিগ্ধ জ্যোৎস্না
আমার বিস্ময়কর আবিষ্কার।
আমার ধ্যান ধারণায় তুমি
শয়ন ভোজন গোসলেও তুমি
তুমিই আমার সব
আমার স্বর্গ সুখের অনুভব।
নিস্তেজ প্রাণের উত্তাপ তুমি
রক্তমাংসের স্পর্শ সুখভরা আলোড়ন,
আমার ছায়া সঙ্গী তুমি
তুমি আছো হৃদয়ে থাকবেও আজীবন।
-০-
তারিখঃ ০৮.৩০.২০২২ খ্রিঃ