তবুও বেঁচে থাকে ভালোবাসা
-মোঃ মতিয়ার রহমান।
মুখে যতোই বল ভালোবাসা মরে গেছে
আসলে কি ভালোবাসা মরেছে?
মনের ক্যানভাসে আঁকা ছবি
কেউ কি কখনো ভুলতে পেরেছে?
তুমিও পারবে না ভুলতে
একবার হলেও নাড়া দেবে আমার অস্তিত্ব,
চোখে ভাসবে আমার ছবি
এক মূহুর্তের জন্য হলেও হবে উপলব্ধি।
আমার ভালোবাসা মরবে না কোনদিন
অনন্তকাল থাকবে বেঁচে,
হয়তো কবিতা হয়ে নয়তো গল্প হয়ে
কিংবা স্মৃতি হয়ে নয়তো তোমার চোখের জলে!!