সকালে সূর্যের রক্তিম আলো মখন চরাচরে ভাসে
বিদীর্ণ করে দেহ,মনে পড়ে তোমার কথা,তোমার
আগুনপাখি উদ্দীপনা আনে শিরায়- উপশিরায়;
শীতের অরণ্যে তখনও সমুদ্রের স্বপ্ন বিজড়িত।
#
সকালের সূর্য দেখলেই মনে পড়ে তোমার কথা…
জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথা গল্প,উপন্যাসের
পরতে পরতে,তোমার সৃজনে,সাহিত্য জীবনদর্শনে
মাটির তলার মাটি খুঁজে পায় আশ্রয়হীন মানুষ।
#
গ্রামসমাজকে শোষণ ও অত্যাচারে নিষ্পেষিত করা
সুদখোর মহাজনদের প্রতীক তোমার সৃজন শকুন
নিয়ত ভিন্ন রূপে দাপায় সমূহ সমাজে,তার প্রতিরোধে
রক্তে প্লাবন আনে আগুনপাখি হাসান আজিজুল হক।
#
জীবন ঘষে আগুন এনেছো তুমি,আমৃত্যু অচিন পাখি
হয়ে শুধু মা-মেয়ের সংসার নয়,ভুবনডাঙার সব সংসারে
এনেছো উত্তর বসন্ত,আজ বিমর্ষ রাত্রি-র বুকে দাঁড়িয়ে
এসো,লড়ি আগুনপাখি- র মত,আনি শোষণমুক্তির স্বাদ।
(দুই বাংলার অমর কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতিতে)