নওগাঁ জেলা প্রতিনিধি: সমতলের আদিবাসীদের অধিকার রক্ষার লড়াকু সৈনিক জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও এনএনএমসির চেয়ারপার্সন সবিন চন্দ্র মুন্ডা আর নেই। শনিবার বিকেল ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার কালনা গ্রামে তার নিজ বাড়িতে হার্টস্টোক করলে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল ৫টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এদিকে তার মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের মহাদেবপুর উপজেলা কমিটির উপদেষ্টা আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, আদিবাসী নেতা যোগেশ উরাঁও, দীপংকর লাকড়া, কারিতাস উপজেলা প্রোগ্রাম ম্যানেজার বিরোক এক্কা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।