শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারোয়ার (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুইজন। শুক্রবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেন। নিহত সারোয়ার উপজেলার পাটিচরা ইউপির অনন্তপুর পাহাড়কাঁটা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, সারোয়ার তার স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে নজিপুর থেকে বাড়ি ফেরার পথে গাহন আমবাটি সড়কের মাঝামাঝি স্থানে অপরদিক ফতেপুর থেকে আসা একটি মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সারোয়ার সহ সঙ্গে থাকা তার স্ত্রী এবং অপর মোটরসাইকেল আরোহী পার্শ্ববতি বদলগাছী উপজেলার রেজাউল ইসলামের ছেলে হাবিব (২০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারকে মৃত্য ঘোষনা করে।