নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগড়িতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা মোসা: শাপলা বানুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাপলা বানুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার একে এম মোবাশ্বেক হাসান ও জয়িতা শাপলা বানু।