পাবনা থেকে রকিবুল ইসলাম রুবেল: আসছে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।পাবনা জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভাড়ারা ইউনিয়ন ঘুরে নৌকার গনজোয়ারের আভাস পাওয়া গেল।প্রতিটা মোড়ে প্রতিকী নৌকা বানিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে।পাড়া মহল্লায় চায়ের দোকানে মানুষের মুখে একটিই নাম আলহাজ্ব আবু সাইদ খানের নৌকা।
ভাড়ারা ইউনিয়নের সন্ত্রাস, চরমপন্থী দমনে আলহাজ আবু সাইদ খান একটি ভালবাসার নাম।তাই ভাড়ারা ইউনিয়নবাসী আলহাজ্ব আবু সাইদকে ভালোবাসে।এমন ব্যাক্তির হাতে নৌকা মার্কা দেওয়ায় ২৬ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে অনেকই মনে করেন।
কোলাদী গ্রামের আফসার সাংবাদিকদের বলেন,আমরা ৯৭ সাল থেকে নৌকা মার্কার মাঝি আবু সাইদ খানকে চিনি।তিনি আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন করেছে।বয়স্ক ভাতা,বিধবা ভাতাসহ সরকারী সকল অনুদান মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন।তাই আমরা এবার উন্নয়নের কান্ডারী নৌকা মার্কার মাঝি আবু সাইদ খানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই।