আইনুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজারে গণসংযোগ ও ফুটবল বিতরণ করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আদিবাসী নেতা যোগেশ উড়াও। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট ও দোয়া চেয়ে বিভিন্ন দোকানদার ও পথচারীদের সাথে কথা বলেন। এ সময় তিনি মহিষবাথান ফুটবল ফেডারেশনের খেলোয়াড়দের হাতে একটি ফুটবল তুলে দেন। যোগেশ উড়াও ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৃত কালু ও শুকরো তির্কীর ছেলে। তিনি ২০১১ সালের নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ হাতুড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি। গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুদেব সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলম হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীলিপ বর্মণ, হাফেজ আশরাফুল ইসলাম প্রমূখ। যোগেশ উড়াও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নৌকার মাঝি হওয়ার দাবী জানিয়ে বলেন, এই ইউনিয়নে তাকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামীলীগের হারানো এ ইউনিয়নটি আবারও আওয়ামীলীগকে উপহার দিবেন।