শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতেতে মাল্যদান শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, মাহাবুব আলম চৌধুরী, বজলুর রশিদ, দিলিপ চৌহান, ফাতেমা জিন্নাহ ঝর্না, আব্দুল আহাদ রাহাত, মোকলেছুর রহমান সহ দলীয় অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ প্রমূখ।