নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোঃ ছলিম উদ্দীন তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে ২৫জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্মকর্মী আরিফা খানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমূখ।