নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। টিসিআরপি প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে এবং খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। রোগী দেখেন খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের ডাঃ জন সেউটেরিয়াস কস্তা। এ সময় উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা অগাষ্টিন রাজিয়া নুনিয়া, মহাদেবপুর অফিসের প্রোগ্রাম ম্যানেজার বিরোক এক্কা, খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের অনাহার্মিক প্যারামেডিক্যাল কর্মকর্তা আহসান হাবীব প্রমূখ। উল্লেখ্য যে, সেখানে বিনামূল্যে ৪০ জন চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়।