আজন্ম পিপাসা
মোঃ মতিয়ার রহমান।
পাশাপাশি বসেছিলাম
নেই কথা না তার না আমার,
মনের ভিতরে অনেক কথার ঝড়
বলতে পারিনি কেউ ঠোঁট কেঁপেছিল থর থর।
মাইক্রোফোনের প্রতিধ্বনি
আলোক সজ্জার ঝলকানি,
এর মাঝে শুধু সে আর আমি
বলতে চেয়েও কেউ কিছু বলতে পারিনি।
অনুভূতির তাড়নায় হয়েছি অসহায়
চোখ তুলে তাকিয়েছি দু’জন দু’জনে,
বলা হয়নি কোন কথা মুখ ফুটে
সব কথা হয়েছে চোখে চোখে।
আলোক সজ্জার মাঝে হালকা আঁধার
মুখ ফুটে বেরিয়ে আসে কথার পাহাড়,
কেউই বললাম না কিছুই একবার
চোখে চোখে বিনিময় অসহ্য হাহাকার।
বোবার মতো শুরু হলো ভালোবাসা
জড়ালো মনে অনেক আশা,
কথা নেই শুধুই তাকানোর নেশা
রয়ে গেল দু’জনার আজন্ম পিপাসা।
অসাধারণ কবিতা।
কবিতা পড়ে পুরোনো কিছু সৃতি মনে পড়ে গেল, ভালো লেগেছে।
এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
???????
❤️❤️❤️❤️❤️❤️❤️