মহীতোষ গায়েন
জোৎস্নাআলো দেখতে দেখতেই
পুজো এলো নিভৃতে,চলেও গেল অচিরেই
জোৎস্নারা আর ধরা দিল না…
জোৎস্নাআলোয় আর ভেজা হলো না।
বহুবছর ধরে কত নির্ঘুম রাত কেটে যাচ্ছে,
বাঁকা চাঁদ গোল হয় রুটির মতো,ধরা না দিয়ে
জোৎস্নারা শুধু হাতছানি দিয়ে চলে গেল…
মন ভরলো না,অভুক্ত থেকে গেল অন্তরাত্মা।
জোৎস্নাআলোয় বহুদিন হাঁটি নি,
আর নীলজোৎস্না মাখা হলো না শরীরে,
সম্পর্কগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে
অদ্ভুত আঁধার নেমেছে ডিজিট্যাল সম্পর্কে।
উড়ে যাচ্ছে মন সব পরিযায়ী পাখির মত
জীবন-আকাশ থেকে উড়ে যাচ্ছে উষ্ণ আকাঙ্খা ,
চরাচরে ভাসছে বেসুরো মাতাল সঙ্গীত
গীতবিতানের পাতাগুলো থেকে ধুলো উড়ছে।
আবার জোৎস্নাকালের পক্ষের জন্য অপেক্ষা…
এবার জোৎস্নাআলোয় অবিরাম হাঁটবো নির্জনে,
রুটি ও শান্তির জন্য আকাশ,নদী,ফুল ও পাখিদের সাথে,এবার চিরন্তন হারাবো জোৎস্নাআলোয়।