ম ণি পু রে র মা(২০২৩)
ম হী তো ষ গা য়ে ন
সেদিন লজ্জায় মুখ ঢেকেছিল মণিপুরের গাঁ
নরপশুদের লালসার শিকার মণিপুরের মা,
পশুরা খুললো পোশাক মেয়ের পাশব উল্লাসে
লজ্জা ঢাকতে কেউ এলো না ধর্ষিতাদের পাশে।
আকাশ কাঁদছে,বাতাস কাঁদছে,কাঁদছে প্রিয় কন্যা
হায় ! মণিপুর সরকার তবুও প্রতিবাদহীন অনন্যা,
আইন নেই,শাসন নেই,বিচার নেই,পুলিশ নির্বিকার
সভ্যতা আজ কলঙ্কিত মানবিকতা পুড়ে ছারখার।
বয়ে চলে ভারত মণিপুর নামে অশিক্ষার বোঝা
পোশাক হারানো লজ্জা ঢাকা জটিল নয় সোজা,
মণিপুরের মায়ের জন্য শাসক,শান্তি পতাকা ধরো
জীবিকা ও নিরাপত্তা মুড়ে নারীর সম্ভ্রম রক্ষা করো।