অনেকদিন পর দেখা
– মো: মতিয়ার রহমান।
অনেক দিন পর তার সনে দেখা
আমরা পরিচিত ছিলাম কত,
যখন দেখা হলো
অপলক দৃষ্টিতে সে তাকিয়ে রইল।
মনের রঙিন স্বপ্নগুলো
ডানা মেলেছিল যেখানে,
ধূসর বরণ হয়েছে আজ
কামনার দুর্ভিক্ষে।
নিছক ভদ্রতার কারণে বললো সে
ভালো আছেন তো?
আমিও বিচিলত না হয়ে বললাম,
চলে যাচ্ছে এই তো।
এক সময়ে তার সাথে পড়ন্ত বিকেলে
বয়ে যেত গল্পের ঝড়,
আজ কয়েক বছরের ব্যবধানে
সে অনেক পর!
কারো মুখে কোন কথা নাই
দৃষ্টি ভ্রম হয় একে অপরকে দেখে দেখে,
যেন পৃথিবী স্থবির হয়ে গেছে
আপাদমস্তক হিম হয়ে আসে।
আমি বললাম, ঐ যে ঘরগুলো
ওখানেই থাকি,
রোজ বিকেলে
এই পথেই পায়াচারি।
বললাম সময় পেলে আসবেন
বলতেই চাপাকান্না গুমরে ওঠে,
অব্যক্ত কথাগুলো বেরিয়ে আসে
হৃদয়ের ব্যাকুলতায় অশ্রুজলে।
দীর্ঘ বিচ্ছেদের হাহাকার
স্বাদ জাগে দুটি কথা বলার,
বললাম সময় হবে তোমার
দুটি কথা শোনার?’
উদাস ভঙ্গিতে মাথা নেড়ে জানালো সম্মতি
কারো মুখে কথা নেই ঠোঁট কেঁপে আসে
অস্ফুটধ্বনি,
সব কথা বলা হলো চোখে চোখে
মুখে কেউ কিছু বলতে পারিনি।