শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের ১৭১তম শাখার উদ্বোধন গত বৃহস্পতিবার নজিপুর বাসষ্টান্ড হক মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
পূবালী ব্যাংক নজিপুর শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান এর সঞ্চালনায় ও মহাদেবপুর পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মাহামুদুল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক বগুড়ার অঞ্চল প্রধান এএসএম রায়হান শামিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ছালামুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কালাম আজাদ, সূধীজন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।