শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে? জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙেচুরে গুঁড়িয়ে দেব: র‌্যাব মহাপরিচালক পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের রাতের আঁধারে ভ্যান চুরি, পথে বসলো শৈলকুপার সাজ্জাদ মন্ডল জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, ৫জনই দিন মজুর নারী
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জনসভায় ঘুমিয়ে পড়ার কথা অস্বীকার ট্রাম্পের

এন এস বি ডেস্ক:
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার হাতে আঘাতের জন্য অ্যাসপিরিনকে দায়ী করেছেন, এছাড়া জনসভায় আলোচনায় ঘুমিয়ে পড়ার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।৭৯ বছর বয়সী ট্রাম্প, যিনি একজন বয়স্ক ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, দাবি করেছেন যে তার ‘স্বাস্থ্য পুরোপুরি ভালো আছে’ এবং তার সুস্থতার যাচাই-বাছাই করাতে তিনি হতাশাও প্রকাশ করেছেন।ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার স্বাস্থ্যের পক্ষে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে তদন্তের মুখে পড়েছে। প্রতিবেদনে তার হাতে ক্ষতের দাগ – যা মাঝে মাঝে মেকআপে ঢাকা দেখা যায় – এবং গোড়ালি ফুলে যাওয়ার ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে।ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘আসুন ২৫তম বারের মতো আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি, ‘আমার স্বাস্থ্য নিখুঁত।’নিজের হাতের ক্ষত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, রক্ত ​​পাতলা করার জন্য তিনি প্রতিদিন যে অ্যাসপিরিন খান তার ফলেই এটি হয়েছে।ট্রাম্প আরও বলেন, তারা (ডাক্তার) বলে যে অ্যাসপিরিন রক্ত ​​পাতলা করার জন্য ভালো, আর আমি চাই না যে আমার হৃদপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক। আমি চাই আমার হৃদপিণ্ড দিয়ে সুন্দর, পাতলা রক্ত প্রবাহিত হোক। বোঝা গেল ব্যাপারটা?রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেছেন, যখন তার হাতে কোনো আঘাত লাগে তখন তিনি মেকআপ বা ব্যান্ডেজ ব্যবহার করেন। তার  হাতের আঘাত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে, তার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তাকে হাই-ফাইভ দেয়ার সময় তার হাতের পিছনের দিকে আংটি দিয়ে আঘাত লেগে এটি ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মাঝেমধ্যেই আলোচনা চলার সময় চোখ খোলা রাখতে পারছেন না। নভেম্বরে ওভাল অফিসের একটি বৈঠকের সময়টাতেও এমন হয়েছে। তবে, তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেছেন যে তিনি আলোচনা চলার সময় জনসমক্ষে ঘুমিয়ে পড়েন।বলেন, ‘আমি কখনোই খুব ঘুমকাতুরে নই। যেখানে তাকে ঘুমাতে দেখা গেছে, সেইসব ঘটনাকে ‘বিশ্রামের মুহূর্ত’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এছা অক্টোবরে এমআরআই করানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প বলেন যে তিনি সিটি স্ক্যান করিয়েছেন। সিটি স্ক্যান হল শরীরের বিস্তারিত ছবি তোলার একটি দ্রুত এবং সাধারণ উপায়, ট্রাম্প এমন দাবিও অস্বীকার করেছেন যে, ইদানিং তিনি কানে কম শুনছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host