এন এস বি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সিরিজ আলাপ সারছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এরইমধ্যে ভারত, চীন ও সৌদি আরবসহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার কথা নিশ্চিত করে বুধবার জয়শঙ্কর এক্স পোস্টে লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা ইরান এবং তার আশেপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’বিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের ফিরে আসার বার্তাও দিয়েছে নয়াদিল্লি। বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ভারত সরকারের জারি করা পরামর্শের ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘যথাযথ সতর্কতা’ বজায় রাখার পাশাপাশি বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে কথা বলেছেন আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা কমাতে চীন ‘গঠনমূলক ভূমিকা’ রাখতে চায়। একইসঙ্গে বিশ্বে ‘জঙ্গল আইন’ পুনরায় প্রবর্তনের বিরুদ্ধে সতর্ক করেছে বেইজিং।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বেইজিং ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বা হুমকির ব্যবহারের সমর্থন করে না’। এছাড়া ‘কোনো দেশ যেন অন্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে’ সেটিও চীনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।