সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:১৪ অপরাহ্ন

যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘা ও তানোর উপজেলায় আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়মকানুন মেনে রাজনীতি করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশবাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।

আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য সমগ্র দেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ৯টি উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার বাঘা ও তানোর উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবনকাজ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host