সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ার পেকান উপকূলে রহস্যময় ‘মহাকাশ বস্তু’, জনমনে চাঞ্চল্য জনসভায় ঘুমিয়ে পড়ার কথা অস্বীকার ট্রাম্পের গাইবান্ধায় ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২ বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা ঝিনাইদহে ভায়ের ভুয়া দলিলে জমি বিক্রির অভিযোগে ৯০বছরের বৃদ্ধ ভায়ের ভোগান্তি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ মনোনয়নপত্র জমা দেননি রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদ তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, ফের উত্তেজনা তবু আমি কবিতা লিখি -মো: মতিয়ার রহমান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরমার্কেট নির্মানের অভিযোগ

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:০৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পৌরমার্কেট নির্মানের অভিযোগ উঠেছে পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগে সোমবার দুপুরে পিরোজপুর পেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোঃ জাকির উদ্দিন সাবু নামে এক ভূক্তভোগী।

লিখিত বক্তব্যে উপজেলার ভান্ডারিয়া শহরের পেশকারবাড়ী এলাকার মোঃ জাকির উদ্দিন সাবু জানান, তাদের পৈত্রিক জমিতে ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদ অবস্থিত ছিল ওই জমির খাজনা তার দাদা হামিদ উদ্দিন এবং তার মৃত্যুর পর তার ওয়ারিশরা দিয়ে আসছে। ভান্ডারিয়া মৌজায় জে এল নং ২১ এ এস এ খতিয়ান নং ৩০৬৫ এর বি এস দাগ নং ৬০৮ এ ১২ শতাংশ জমি মধ্যে ৭ শতাংশ জমির মালিক। যার মূল্য এক কোটি টাকা। এর তবে সম্প্রতি ভান্ডারিয়া ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে ভান্ডারিয়া পৌরসভা গঠন করা হয়। আর পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে জমি অধিগ্রহন করে পৌরভবন নির্মানের কাজ চলমান রয়েছে। এদিকে বিলুপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ এবং পরিষদ প্রাঙ্গনে থাকা জমিতে ভারত সরকারের দেওয়া উপহারের দেড় কোটি টাকা মূল্যের বিশুদ্ধ পানির পাম্প ভেঙে পৌরমার্কেট নির্মান করছে পৌর কর্তৃপক্ষ। এক কোটি টাকা মূল্যের ৭  শতাংশ জমি এক্ষেত্রে ওয়ারিশদের কাছ থেকে ওই জমি অধিগ্রহন করা হয় নাই। এমনকি পানির পাম্পটি ভেঙে ফেলায় বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার পৌরবাসী।

এ ঘটনায় জাকির ভান্ডারিয়া সহকারী জজ আদালতে এ বছরের এপ্রিল মাসে ভান্ডারিয়া পৌর প্রশাসক/মেয়র এবং সংশ্লিষ্টদের বিবাদী করে একটি স্বত্ব আদায়ের মামলা দায়ের করে। পরবর্তীতে দায়রা জজ পিরোজপুর মামলার বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেন। এরপর জাকির উচ্চ আদালতের স্মরণাপন্ন হলে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে গত ১৭ অক্টোবর ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ মর্মে মার্কেট নির্মানস্থলে একটি সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এরপরও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌরকর্তৃপক্ষ মার্কেট নির্মান কাজ অব্যহত রেখেছে। তাই সংবাদ সম্মেলনে নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষায় স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন জাকির।

ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক খসরু জমাদ্দার কে এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

One response to “হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরমার্কেট নির্মানের অভিযোগ”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host