মোঃগোলাপ মিয়া ,আদিতমারী( লালমনিরহাট ) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমড়ীরহাট পোস্ট অফিস ৪ কিলোমিটার দূরে ৩ নং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অফিস হস্তান্তর করা হয়েছে ,এতে সাধারন জনগন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তথ্য অনুসন্ধানে জানা যায় স্বাধীনতা যুদ্ধের পর থেকে আদিতমারী উপজেলার পোস্ট অফিসের সাব-পোস্ট অফিস হিসেবে কুমড়ীরহাট নামকরণ করা হয়, কুমড়ীরহাট বাজারে নব্বই দশকের দিকে বাজারের দোকান ঘর ভাড়া নিয়ে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করেন তৎকালীন পোস্ট মাস্টার মাওলানা আবু তাহের, তৎকালীন পোস্ট মাস্টারের সহযোগিতা কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয়ের একটি রুম বরাদ্দ নিয়ে পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে আসছেন, পোস্টমাস্টার আবু তাহের অবসরে গেলে হঠাৎ করে পোস্ট অফিস কমলাবাড়ী ইউনিয়ন পরিষদে একটি কক্ষ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন ,কুমড়ীরহাট এলাকাবাসী অভিযোগ করেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে পোস্ট অফিস কুমড়ীরহাট নামে পরিচিত সমগ্র বাংলাদেশ এখনো পর্যন্ত পোস্ট অফিস কুমড়ীর হাট নাম ব্যবহার করে আসছে , কিন্তু অফিস পরিচালনা করছেন কমলাবাড়ী ইউনিয়ন পরিষদে উক্ত পরিষদ এতো অবহেলিত জায়গা উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই রাস্তাঘাট ,উন্নয়ন হয়নি রাজনৈতিক অন্ত দ্বন্দ্বের কারণে কমলাবাড়ী ইউনিয়নের রাস্তাঘাট বেহাল অবস্থ ,কুমড়ীরহাট এলাকার লোকজন পোস্ট অফিসে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কুমড়ীরহাট এলাকার লোকজন জানায় পোস্ট অফিসের কাজে গেলে অধিকাংশ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না , এতে ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ ,কুমড়ীর হাট বাসীর দাবি কুমড়ীরহাটের পোস্ট অফিস কুমড়ীর হাটেই হস্তান্তর করার জন্য |