মোঃ গোলাপ মিয়া, লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর এলাকায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে টিনের ঘর উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐ এলাকার প্রায় শতাধিক পরিবারের রাস্তা দিয়ে চলাচলের বাধাগ্রস্ত হচ্ছে ।এই ঘটনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নামুড়ী চন্দ্রপুর এলাকার কৃষক পরেশ চন্দ্র রায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানাযায় সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর বিলের মুখে মূল সড়ক থেকে বসতবাড়ীতে যাওয়ার জন্য এলাকাবাসীর দেওয়া জমির ওপর প্রায় চার যুগ আগে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি এলাকার লোকজন ব্যবহার করে আসছে। সেই সাথে নামুড়ী চন্দ্রপুর এলাকার শতাধিক পরিবার বসতবাড়ি ছাড়াও একটি কালীমন্দির, শ্মশানঘাট এবং সরকারি ‘নামুড়ী বিল’ নামে পরিচিত একটি বড় বিলের সঙ্গে রাস্তাটি সংযুক্ত রয়েছে।স্থানীয়রা এই পথেই হাট-বাজারে যাতায়াত, সহ শিক্ষার্থীদের স্কুল-মাদরাসায় যাওয়া এবং কৃষিপণ্য আনা-নেওয়া করতেন।অভিযোগে আরও বলা হয়, হঠাৎ করে সোমবার (১২ জানুয়ারি) পার্শ্ববর্তী ইউনিয়ন ভেলাবাড়ী নয়ারহাট এলাকার ইউনুস আলী নামের এক ব্যক্তি ওই রাস্তায় চলাচল বন্ধ করতে রাস্তার ওপর একটি ঘর নির্মাণ করেন। এতে এলাকাবাসী এক প্রকার গৃহবন্দি অবস্থায় পড়েছে। বাধা দিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি গালিগালাজ, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।রাস্তাটি বন্ধের ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী পরেশ চন্দ্র রায় বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা, এমনকি শিশুরাও স্কুলে যেতে পারছে না। দ্রুত রাস্তাটি খুলে দিতে উদ্ধতম কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছেন ।এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী বলেন, “এই রাস্তা কোনো সরকারি বা রেকর্ডভুক্ত রাস্তা না। আমার জমির পাশ দিয়ে শস্য আনা-নেওয়ার জন্য আমি নিজেই এই রাস্তা করেছি। মানুষ চলাচলের কোনো রাস্তা আমি বন্ধ করিনি। রাস্তার পাশে ব্যবসার উদ্দেশ্যে একটি ঘর নির্মাণ করেছি। এলাকাবাসী দাবি করে বলেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধতম কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা সহ রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার দাবী জানান।