আদিতমারীতে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজে মহিলা আবাসিকে ঢুকে মারপিট শিক্ষিকা সহ আহত ২
মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
Update :
শনিবার, ২৫ জুন, ২০২২, ৮:১১ অপরাহ্ন
Share
মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ পূর্বে একাধিক অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি থানা পুলিশ । সুযোগ বুঝে অভিযুক্ত ব্যক্তিগণ ২৫ জুন শনিবার দুপুরে গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মহিলা আবাসিকে বিনা অনুমতিতে প্রবেশ করে আবাসিক শিক্ষিকা ফাতেমা খাতুন এবং আবাসিকে থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোনালিসা ফাহমিদা তিশা ও স্কুল এন্ড কলেজের ট্রাস্টের কোষাধক্ষ্য রাজিয়া সুলতানা কে মারপিট করে গুরুতর আহত করেন স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেন বাবুল ওরফে ভোটকা বাবুল ও তার পিতা মিরাজ উদ্দিন ।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামে আব্দুল মান্নান রেনুকা বেগম কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মহিলা আবাসিক হলে । এজাহার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে ষড়যন্ত্র করে আসছে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেন বাবুল ওরফে ভোটকা বাবুল ও তার পিতা মিরাজ উদ্দিন এদের নামে থানায় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ সামসুদ্দিন আহমেদ এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে রাজিয়া সুলতানা পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েও থানা পুলিশ আমলে নেয়নি । সেই সুযোগে বোটকা বাবুল ও মিরাজ উদ্দিন , মাহাবুবা আক্তার রিনি ও তার বোন মিনি , মনোয়ার বেগম যোগসাজশে পূর্বপরিকল্পনা অনুযায়ী গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মহিলা আবাসিকের ঢুকে আতর্কিত মারপিট করেন গুরুতর আহত করে । আহতদের উদ্ধার করে এলাকার লোকজন চিকিৎসার জন্য আদিতমারী হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আদিতমারী থানা ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।