কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পৌর শহরের পুরাতন সিনেমা হল চত্বরে এ সভা হয়। সভায় ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী নির্ধারন প্রসঙ্গে আলোচনা হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব বিএম আবুল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাহমুদুর রহমান বকুল, পৌর জাপার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মন্ডল মিন্টু, ধরনীবাড়ী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান লাভলু, ধামশ্রেনী ইউনিয়নের সম্পাদক আমজাদ হাজী, সাহেবের আলগা ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুল হক, থেতরাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর মাষ্টার, উপজেলা কৃষক পার্টির সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অলক সরকার, জাপা নেতা আব্দুর রফিক, বাবলু পাঠান, আবু বক্কর সিদ্দিক সিরাজ প্রমুখ।
সভায় পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও ১৩টি ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।