ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পীর ছোট ভাই পৌর যুবলীগের যুগ্নঃ আহবায়ক মশিউর রহমান প্রধান বিপ্লবের বাড়ীতে গত কয়েক দিন পূর্বে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হলে তার স্ত্রী আরবি আক্তার শিলাসহ মারাত্নক ভাবে দগ্ধ হন।সে সময় এ খবর পেয়ে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফার্ড করেন। সেখান থেকে তাদেরকে এ্যাম্বুলেন্সে বগুড়া(শজিমেক) হাসপাতালে নেয়া হয়।সেখানে তাদের অবস্থা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার ভোরে বিপ্লবের সহধর্মিণী শিলা মৃত্যু বরণ করেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন যুবলীগ নেতা বিপ্লব। যুবলীগ নেতা বিপ্লবের অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা ও তার স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যুবরন করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যেন,বিপ্লবের স্ত্রী শিলা বেগমকে জান্নাতবাসী করেন ও বিপ্লবকে সুস্থতা দান করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে।