ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে নুরুন্নাহার বেগম (২৫) নামে এক যুবতী নিজ শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নুরুন্নাহার বেগম আত্মহত্যা করে। সে ঐ গ্রামের আব্দুর রহমানের মেয়ে। স্বামীর তালাকপ্রাপ্ত হয়ে নুরুন্নাহার বেগম তার পিত্রার বাড়িতেই অবস্থান করছিল। ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, মানসিক রোগী নুরুন্নাহার বেগম নামে ঐ যুবতী আত্মহত্যা করেছে। থানার এসআই রায়হানুজ্জামান জানান, বাড়িতে কেউ না থাকায় নুরুন্নাহার বেগম শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার পূর্বক নুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। কারো কোন অভিযোগ নেই। এব্যাপরে নুরুন্নাহার বেগমের পিতা আব্দুর রহমান থানায় ইউডি মামলা করেছেন। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।