ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
১ মার্চ মঙ্গলবার থানা অপিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে পুলিশের একটি চৌকস টিম দুবলাগাড়ী মৌজাস্থ ঢাকা রংপুর টু নাটোর গামী যাত্রী বাহী বাস বসুন্ধরা পরিবহন যাহার রেজি নম্বর রাজশাহী মেট্রো-ব-১৩-০৯৬৩ থামিয়ে চেকিং করাকালে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। শ্রী বিপুল চন্দ্র বর্মণ (১৬), পিতা-শ্রী শুনিল চন্দ্র বর্মণ, সাং-পূর্ব বেজগ্রাম (ওয়ার্ড নং-০৯), থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট এর হেফাজতে থাকা ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় এক পোটলায় ৫০০ গ্রাম, এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। মোঃ মোরশেদুল ইসলাম (১৬), পিতা-মোঃ আলা উদ্দিন, সাং-পূর্ব বেজগ্রাম (ওয়ার্ড নং-০৯), থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট এর হেফাজতে থাকা ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় এক পোটলায় ৫০০ গ্রাম, গাঁজা মোট দুই পোটলায় ০১ কেজি গাজা পেয়ে পলাশবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৩/২০২২, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়।