রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে ১৭ জন চালককে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৭টি মামলায় মোট ৯হাজার ৬শত ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার কুলাঘাট বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনভর অভিযান পরিচালনা করে ১৭ জন চালককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ সময় প্রত্যেককে সতর্ক করা হয়েছে। সেই সাথে সবাইকে নিয়মিত মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।
এ সময় সাথে ছিলেন,লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম।