ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যান কে মরোনত্তোর সম্মাননা প্রদান করেছে পলাশবাড়ী প্রেসক্লাব।
প্রেসক্লাবের ৩৯ তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যানের জৈষ্ঠ পুত্র পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
এসময় প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে পলাশবাড়ী পৌর সভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।