ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার১৪টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ এ শপথ বাক্য পাঠ করান,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জসহ অন্যরা উপস্থিত ছিলেন।