মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা মহিষখোচা ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধায়নে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয় । উক্ত গো-খাদ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে যুক্ত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি , গো খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর, সারোয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম সমবায় কর্মকর্তা ফজলে এলাহী মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।