মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে দিবসটি পালনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় , মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জামিনুল হক (সাব রেজিস্ট্রার )স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান রেনুকা বেগম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান অধ্যক্ষ আবু জাফর মোঃ সালেহ সরকার মানিক, উপাধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ সোয়েব, ব্যবস্থাপক, মোঃ গোলাপ মিয়া (সাংবাদিক) শিক্ষক সমন্বয়কারী সাইদুল ইসলাম সুমন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম প্রমুখ, দিবসটি পালনের জন্য ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের জন্য গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব বন্টন করে কমিটি গঠন করেন ।