লালমনরিহাট প্রতিনিধি: লালমনরিহাট সদর উপজলোর রাজপুর ইউনয়িন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন,অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই ইউনিয়নেরন সহস্রাধকি সাধারন মানুষ।
গতকাল সোমবার দুপুরে রাজপুর ইউনিয়ন আওয়ামীগরে আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালতি হয়।
পরে মনোনয়ন পরিবর্তনের দাবীতে তারা বাজার এলাকায় বিক্ষোভ করেন।
মানববন্ধনে রাজপুর ইউনয়িন আওয়ামীলীগরে সাংগঠনকি সম্পাদক আতাউর হোসেন,রাজুপর ইউনিয়ন যুবলীগ সভাপতি সুধারঞ্জন রায়,আবুল হোসনে,শাহজাহান আলী,লিটন রায়সহ বক্তারা দাবী করে বলনে, বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে অনুপ্রবেশকারী দলীয় মনোনয়নপ্রাপ্ত মোফাজ্জল হোসনে মোফা হত্যা মামলার আসামী ও একজন চিহ্নিত ভূম দোস্যু। তারা মনোনয়ন পরবির্তন কর প্রভাষক মোহন্তকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী করনে।