রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত মায়ের আঁচল সংগঠনের গানের শিল্পীদের মাঝে আর্থিক প্রনোদণা প্রদান করা হয়েছে।
সোমবার(২৫ অক্টোবর) সকালে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে শিল্পীদের মাঝে এ প্রনোদণা প্রদান করা হয়।
করোনার ভয়াল ধাবায় সমগ্র বিশ্ব স্থবির হয়ে পড়ে।দফায় দফায় লক ডাউনে অন্য পেশার মানুষের পাশাপাশি শিল্পীরাও কর্মহীন হয়ে পড়ে।এরই অংশ হিসেবে আদিতমারী উপজেলার শিল্পীদের আর্থিক কষ্ট লাঘবে প্রনোদণা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন,আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুলতান হোসেনসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।