শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দিনাজপুরে অম্বিকা সাংস্কৃতিক পরিবারের মাসুদা সভাপতি ও ডোফুরা সাধারণ সম্পাদক

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর
Update : শনিবার, ২২ মে, ২০২১, ৯:৪০ পূর্বাহ্ন

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর:  ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর ” এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অম্বিকা’র কার্যনির্বাহী কমিটির পরিচিতি  ও মাসিক সভা। মোসা. মাসুদা খাতুন সভাপতি ও মোঃ মিজানুর রহমান ডোফুরা সাধারণ সম্পাদক।
২১ মে, ২০১৯ শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর চাউলিয়াপট্টিস্হ অম্বিকা কার্যালয়ে ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর ” এর সভাপতি মোসা. মাসুদা খাতুন এর সভাপতিত্বে অম্বিকা’র সাহিত্য-সঙ্গীত ও সাংবাদিকতা এবং সাংগঠনিক বিষয়ক মাসিক আলোচনার কার্যক্রম শুরু হয়।
অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর সাধারণ-সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা)’র সন্চালনায় আলোচনা এবং স্ব-রচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন অম্বিকা’র সভাপতি মোসা. মাসুদা খাতুন, সিনিয়র সহ-সভাপতি মো. রশিদুল হাসান কচি, সহ-সভাপতি মাশকুরাহ্ মৌরি, সহ-সভাপতি ইয়াসমিন আরা রানু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগম, অর্থ সম্পাদক মুবাশ্বিরাহ্‌ মৌরসি, কার্যনির্বাহী সদস্য মোছা. শাহানা, মো. রোমান,
মোছা শারমিন আক্তার শিলা, মায়মুনাহ্ মৌলি শিশু শিল্পী রেহ্‌নুমা নবী ও সাদাত প্রমুখ।
আলোচনা ও কবিতা পাঠের শেষে মোসা. মাসুদা খাতুন, ইয়াসমিন আরা রানু, মো. রোমান, সেলিনা বেগম, মুবাশ্বিরাহ্‌ মৌরসি, মায়মুনাহ্ মৌলি ও শিশু শিল্পী রেহ্‌নুমা নবী সংগীত পরিবেশন করে।
উল্লেখ্য যে, ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার  ¤ দিনাজপুর ” আয়োজিত সঙ্গীত ও সাহিত্য-চর্চ্চার লক্ষে প্রতি মাসের তৃতীয়  শুক্রবার বিকেলে নিয়মিত ” অম্বিকা মাসিক সাহিত্য ও সংগীত আসর ” অনুষ্ঠিত হয়।
” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ” প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host