এন এস বি ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাতে যাচ্ছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা।রাজ্যসভার বুধবারের (২৮ জানুয়ারি) কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতেই প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোকপ্রস্তাব তোলা হবে। অন্য দুজন হলেন– রাজ্যসভার সাবেক সদস্য এল গণেশন এবং সুরেশ কলমাদি।দিনের অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরপরই শোকপ্রস্তাব পাঠের মাধ্যমে।
গত ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয় তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে।
খালেদা জিয়ার মৃত্যুসংবাদের পরপরই শোকবার্তা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়।
এর ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোকবার্তা বিএনপি নেতৃত্বের হাতে তুলে দেন।
পরদিন ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকজ্ঞাপন করেন। শোকবইয়ে তিনি লেখেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আবহে বেগম খালেদা জিয়ার প্রতি ভারতের সংসদীয় স্তরে এ শ্রদ্ধা জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তা বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে দিল্লির কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে।