এনএসবি ডেস্ক: লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পরিকল্পনা করছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে বলে রিপোর্ট করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এক্ষেত্রে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের। ওয়াগনার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পরিকল্পনা করছে তার নাম প্যান্টসির-এস১ সিস্টেম। ন্যাটোতে এটি এসএ-২২ নামে পরিচিত। এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায়। ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠা হয়েছে রাশিয়ায়। এর প্রতিষ্ঠাতা প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিন। তিনি মারা যাওয়ার পর বর্তমানে এই গ্রুপটি রয়েছে ক্রেমলিনের নিয়ন্ত্রণে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থা এরই মধ্যে হিজবুল্লাহর হাতে তুলে দেয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করেনি ওয়াশিংটন।তবে হিজবুল্লাহ ও ওয়াগনারের মধ্যে আলোচনার বিষয় মনিটরিং করছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে পৌঁছে দেয়া হবে প্যান্টসির ব্যবস্থা। উল্লেখ্য, ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে ইরানের রেভ্যুলুশনারি গার্ডস। ইরানের উদ্দেশ্য ছিল ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তা চারদিকে ছড়িয়ে দেয়া।