সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: বাইচ প্রতিযোগীতা অথচ কোনো নৌকা নেই! যেখানে একটা কলাগাছকেই নৌকা হিসেবে ব্যবহার করে প্রতিযোগীতায় নেমেছে একদল তরুণ ৷ এমনই একটি ব্যতিক্রমি বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী ও গোয়ালবাথান গ্রামের বুক চিড়ে বয়ে যাওয়া কুমার নদে।
(১২ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে শংকরদী যুব সংঘের আয়োজিত ভেলা বাইচে প্রায় ১৭ টি দলের প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ব্যতিক্রমি এই আয়োজন দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক কুমার নদের দুই পাড়ে উপস্থিত ছিলেন। বাইচকে কেন্দ্র করে গ্রামীন মেলাতেও উপচে পড়া ভিড় দেখা গেছে।
কয়েক রাউন্ড প্রতিযোগীতার পরে ভেলা বাইচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি দল তাদের হাতে পুরুস্কার বিতরণ করেন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত, মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলার সভাপতি এস এম ফেরদৌস হোসাইন, বদরপাশা ১ নং ইউপি সদস্য দাইউম বয়াতী, বদরপাশা ২ নং ইউপি সদস্য এমদাদুল মাতুব্বরসহ অনেকেই উপস্থিত ছিলেন।