এন এস বি ডেস্ক: ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ বুধবার (১৪ জানুয়ারি) যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দুপুর সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, আন্দোলনরত ১১ দল ঘোষিত বিকেল সাড়ে ৪টার সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।গত সোমবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবে কি-না সেই বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে।