।।মাহমুদা খাতুন।।
মনের মাঝে সকাল সাঁঝে স্মৃতির পাতায় জীবন ভর
নেকটার নাম বাংলাদেশে আইসিটির মূল বাতিঘর,
এনালগের বিদায় লগ্ন ডিজিটালে সবাই মগ্ন
স্বপ্ন দেখার উষার কালে নেকটারে ছিলো আড়ম্বর
সেই অজানা স্বপ্নটা আজ গাঁও গেরামেও স্বনির্ভর।
ফুলতলাতে যাত্রা শুরু বগুড়ায় তার আবাস ঘর,
রাজধানীতে যাবার পথে জাহাঙ্গীরাবাদ একটু পর,
ভিতর গেলেই প্রাণটা জুডায় ফুলের গন্ধে উদাস মন
পরিস্কার আর পরিচ্ছন্ন নেকটারের এই মায়াবন।
মূল ফটকের একটু পরেই মনের মতো ডাইনিং রুম
নারী পুরুষ স্বকীয়তার হোস্টেল পেয়ে মজার ঘুম।
ভবনগুলো পবন ভরা নানান জাতের ফুল বাগান
সুরের তালে মননশীলে কণ্ঠে আসে নতুন গান।
কম্পিউটারে ল্যাবগুলোতে গবেষণার অবাধ ক্ষণ
সারাদেশের শিক্ষালয়ে নেকটার গড়ে দক্ষজন ।
খ্যাতিমান সব গুরুর হাতে তৈরি করেন কারিগর
শিখন শিক্ষণ এই মেলাতে স্যারের কণ্ঠে মুগ্ধস্বর।
সারাদেশে খুঁজে দেখুন ফেসবুক আর টুইটারে
আইসিটিতে প্রাণের ছোঁয়া পাবেন শুধু নেকটারে ।
ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কিম্বা নেটের ব্যবহার
মুগ্ধতার এক আবেশ মাখা ক্লাস গুলো চমৎকার।
অন্ধকারেই থেকে যেতাম না পেলে এই প্রশিক্ষণ
ভার্চুয়াল আর রিয়ালিটির নেকটার এক অনুরণন
জ্ঞানের জগৎ উন্মোচনে এই প্রশিক্ষণ দরকারী
ভ্রমণ ভাতা বই আর খাতা সব আয়ায়োজন সরকারী।
বেকারত্বের দাফন হবে উদ্যোক্তাদের সৃষ্টিতে
আইসিটিতে দক্ষতা আর উদার মনন দৃষ্টিতে,
বুনিয়াদি এই প্রশিক্ষণ সব শিক্ষকের দরকার
আলোর মশাল জ্বালিয়ে রেখে ডাক দিয়েছে সরকার।
আমরা যারা কম্পিউটারের কাজে ছিলাম নগন্য
নেকটারের এই আলোর মেলায় আসতে পেরেই ধন্য ।
যাবার বেলা মনের মাঝে উঠলো বেজে করুণ সুর
আবার যেনো আসতে পারি হোকনা সেটা যোজন দূর।
দু-চোখ ভিজে অশ্রু ঝরে বুক ভাসিয়ে কান্নার রোল
স্মৃতি চারণ করতে গেলেই নেকটার দিবে মনে দোল,
যাবার বেলা দু-হাত তুলে করছি সবাই প্রার্থনা
সফল বিফল আমরা হলেও প্রশিক্ষকগণ ব্যর্থ না।
আমরা সবাই ক্ষণিকের তরে এসেছি যে নেকটারে
কষ্ট পেলে মুছে দিবেন নিজগুণে মন থেকে ।
প্রশিক্ষকগণ দক্ষ অতি নেটটার হল জ্ঞানের বাতি
পরম শ্রদ্ধেয় স্যার হৃদয় জুড়ে আছেন সবার
কোর্স পরিচালক জয়নুল আবেদীন স্যার
তার প্রতি প্রত্যাশা বেশী সবার ।
জনাব শামসুজ্জোহা কবীর স্যারের শান্ত কথায়
ফিরে যে জ্ঞানসবার মাথায়
স্যারদের পরম মমতা বাড়িয়েছে মোদের দক্ষতা
সকল স্যারদের উপস্থাপনা জ্ঞান অর্জনের নব সূচনা
বাকি যারা স্মৃতিপটে তারা সবাই সুদক্ষ বটে ।
৪২তম ব্যাচ আমরা যারা জাতি গঠনে দিব সাড়া
৩০ দিনব্যাপী নেকটার আইসিটি প্রশিক্ষণ শেষ
আগামীকাল যাত্রা হবে বেশ ।
বিদায় আমরা নিয়ে নিলাম গাছের শুকনো পাতার মত
সারা বাংলাদেশে ৯১ টি উপজেলার শিক্ষক যত
বেজে উঠেছে বিদায়ের ধ্বনি হারিয়ে মুখের বাণী
আজ করছে সবাই কান্না শত নিষেধও মানে না মানা
আসা যাওয়া ছিল এই নেকটার প্রাঙ্গণে
বিদায়ের এখন আজ এই অঙ্গনে
মনের এই ক্যানভাসে তাদেরই ছবি ভাসে
ভাঙ্গা গড়ার এই জীবনে কত বন্ধু আসে যায়
মাহমুদার মন কেন বারবার পিছু চায়
কত শত স্মৃতি ফেলে দিতে হবে দূরে ঠেলে
নেকটার পড়ে রইবে বগুড়াতে হাঁটা হবেনা একসাথে
হয়তো দেখা হবে বছরে দু চারবার
নয়তো প্রয়োজনে বারে বার
সময়ের ফেরে তুমি হয়ে গেছো পর
দেখা হবে না জানি কোনদিন আর
সবাই হারিয়ে যাবে একদিন জান
যারা এখানে এসেছে তারা সব জ্ঞানী
–ফুলবাড়ী, দিনাজপুর।