রিয়াদ-তেহরান কূটনৈতিক সম্পর্ক সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কূটনীতিক এ কথা বলেন। খবর আল জাজিরার।সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর প্রথমবারের মতো রিয়াদ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বৃহস্পতিবার রিয়াদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তিনি।বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর সঠিক পথেই এগোচ্ছে সবকিছু।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ বৈঠকের সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।
এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বলেন, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রিয়াদ সফর করবেন বলে সৌদি আরব আশা করছে।
২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলাও চালায়। এই হামলার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় আবারও জোড়া লাগে ইরান-সৌদি আরব সম্পর্ক। কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন সম্পকের্কর সূচনা করে দু’দেশ। এরপর জুনেই তেহরান সফরে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।