মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার গীতা পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সমাজকল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম,পি, বক্তব্যে বলেন ধর্ম বর্ণ শিক্ষা কখনো জীবন থেকে পৃথক করা যায় না। ৮ জুলাই লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ গীতা পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রী বিজন কান্তি ধর, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি শ্রী বিজয় চন্দ্র দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সভাপতি মন্ডলীর সদস্য চট্টগ্রাম শ্রী প্রদীপ আচার্য্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার গীতা পরিষদের সভাপতি পরেশ চন্দ্র রায় আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,আদিতমারী উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি এস কে নীল কমল রায়, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন গুনীজনদের ক্রেস্ট প্রদান করেন এবং বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কোন সাম্প্রদায়িক অসন্তুষ্টি নেই তবুও একটি পক্ষ আছে সবসময় ধর্মকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদের উষ্কানি দিয়ে দেশে কে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এখন সকলকে সজাগ থাকতে হবে ধর্ম নিয়ে বিভ্রান্তি চলবে না। এক ধরনের মানুষ আছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিপদগামী করার চেষ্টা চালাচ্ছে। স্বাধীনতার ইতিহাস,বঙ্গবন্ধুর ইতিহাস কে তারা মানছে না। এখনও ষড়যন্ত্র করছেন তারা এ দেশ কে আবার ও পাকিস্থান বানাতে চান,স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন।তাদের ষড়যন্ত্র কোনদিন ও সফল হবে না, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোন রাষ্ট্র যাতে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে , আমেরিকা বিভিন্ন ভাবে বাংলাদেশকে চাপে ফেলতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার ও বিপুল নৌকা ভোটে দিয়ে বিজয়ী করতে হবে।