মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক সীমান্তবর্তী এই থানায় যোগদান করেই মাঠ পর্যায়ের জনসাধারণের মাঝে অপরাধ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার গ্রামগঞ্জে প্রতি শুক্রবার নামাজ পড়তে এবং বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয়ে মুসুল্লিদের সাথে পরামর্শ ও সচেতনামূলক আলোচনা করতে প্রতিটি মসজিদে যাচ্ছেন ।
সরজমিনে ২৩ জুন শুক্রবার আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক, ৪নং সারপুকুর ইউনিয়নের রইসবাগ জামে মসজিদে জুম্মার নামাযের পরে মসজিদে সকল মুসল্লীদের সাথে মতবিনিময় ও মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, সাইবার ক্রাইম, ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা মোবাইলের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে সচেতনতামূলক বক্তব্য প্রদান করতে দেখা যায় , স্থানীয় সচেতন মহল বলেন ওসি মহোদয় গ্রামে গ্রামে গিয়ে উপরোক্ত বিষয়গুলো প্রচার ও সচেতনামূলক আলোচনা করে যুবসমাজদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন।