পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : সোমবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে আখের ফলন বৃদ্ধিতে রোপা পদ্ধতিতে আখচাষ ও আখের
আন্তঃপরিচর্যা বিষয়ক ‘খামার দিবস-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
কানাইপুর কেন্দ্রের ভাটি কানাইপুর গ্রামে খামার দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি)পরিচালক(সিডিআর)ও সরকারের যুগ্মসচিব পুলক কান্তি বড়ুয়া,বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসি’র প্রধান (টিএস)ড. জেবুন নাহার ফেরদৌস,আরো বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান,ব্যবস্থাপক(ঋণ) মো. ইমরুল হাসান,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম,আখচাষী ইমদাদ হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,মহাব্যবস্থাপক(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম,ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ) এ.কে.এম. কামরুল হাসান,ব্যবস্থাপক(বীজঃপঃপঃ) কানিজ ফাতেমা রোকসানা,সহ ব্যবস্থাপক(প্রশাসন) মো. সিরাজুল ইসলাম,ফরিদপুর সাবজোন প্রধান বিশ^জিৎ কুমার ভৌমিকসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তা,আখচাষীবৃন্দ।