নড়াইল প্রতিনিধি: আজ নড়াইল জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধি তে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল পৌরসভা আয়োজিত সকাল ১০ টায় নড়াইল পুলিশ লাইনে অনুষ্ঠিত মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ মাহাবুব আলম, প্যানেল মেয়র জনাব কাজী জহুরুল হক, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, পৌর কাউন্সিলার তুফান আহমেদ ও রাজু সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নড়াইলের জেলা প্রশাসক বলেন,আমার সবাই নিজ নিজ অফিস ও বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবো ডেঙ্গু মুক্ত থাকবো। পুলিশ সুপার তার বক্তব্যেে বলেন, জেলা পুলিশ ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতা মূলক কর্যক্রম সর্বদা চলিয়ে যাচ্ছে ও আগামীতে চলমান থাকবে।