নড়াইল প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মোংগোলবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব মোঃ ফারুক হাসান, নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, নড়াইল জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি বাবু সুভাষ চন্দ্র বোস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নড়াইল জেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তযোদ্ধা, আইনজীবী, গণমাধ্যম কর্মী, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ঘোষিত কর্মসূচির মধ্যে ১৫ ই আগষ্ট শোক দিবসের দিন।
* জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন।
* কালো ব্যাজ ধারণ।
* বঙ্গবন্ধুর মুরাল ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
* আলোচনা সভা।
* কোরান খতম।
* অন লাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঅংকন প্রতিযোগিতা, হাম নাত প্রতিযোগিতা।
* স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি।
* যুব ঋণ বিতরণ।
* দোয়া ও মিলাদ মাহ্ফিল ( সামাজিক দুরত্বে বজায় রেখে) ।
এছাড়া ও জেলা উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হবে।