মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ঢাকায় পাড়ি জমাচ্ছে 

হাফিজ সেলিম,  কুড়িগ্রাম
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৬:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ গার্মেন্টস খুলবে আজ।  এ ঘোষণায় কুড়িগ্রামের গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকার যাত্রী হয়ে ঢাকা যেতে।
দূর পাল্লার যাত্রীবাহী কোচগুলো বন্ধ থাকায় প্রতিটি নৌকায় নিম্নে ২০০ থেকে সাড়ে ৩০০ পর্যন্ত লোক নিয়ে ঢাকা পারি জমাচ্ছে এ এলাকার বিভিন্ন কল কারখার  ও গার্মেন্টস শ্রমিকরা।
কুড়িগ্রামের মোগলগাছা, অনন্তপুর, পালের ঘাট, বনগ্রাম, চিলমারী, রাজিবপুর ও রৌমারী  ঘাট থেকে প্রতিনিয়ত ছেড়ে যাচ্ছে নৌকাগুলি। শ্রমিকদের গন্তব্যস্থল সিরাজগঞ্জ, ভুয়াপুর, টাংগাইল, ঢাকা ও নারায়ণগঞ্জ বলে জানা গেছে। সর্বনিম্ন  জনপ্রতি ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা। বৈরী আবহাওয়ায় চাকুরী বাঁচানোর জন্যই জীবনের ঝুঁকি নিয়েই এ যাত্রা তাদের।
গার্মেন্টস শ্রমিক সাজু, গোলজার, রহিম, আম্বিয়া ও চায়না এ প্রতিধিকে জানান, আগামী কাল গার্মেন্টস খুলবে ! এ খবর টিভিতে পাওয়ার পরই ঢাকা পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠে কুড়িগ্রামের শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host