নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ১ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমগুলো ঈদুল আজহার শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
ঈদুল আজহার দিন (২১ জুলাই) আমগুলো পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানায় হাইকমিশন।
এর আগে গত ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আম পাঠান।
সেসময়ে কৃতজ্ঞতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, ‘আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরকালে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, এই আম উপহার সেটাকে স্মরণ করিয়ে দিলো।’