Iraqi security forces inspect the site of an explosion in Sadr City district of Baghdad, Iraq July 19, 2021. REUTERS/Wissam Al-Okaili
নিউজ ডেস্ক: ঈদের কেনাকাটার সময় ইরাকে বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন অন্তত ৬০ জন। স্থানীয় সময় সোমবার (১৯ জুলাই) ঈদের আগেরদিন রাতে সাদার সিটি এলাকার একটি জনবহুল মার্কেটে এ বোমা বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।
বিস্ফোরণের পরপরই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় হতাহতদের। ইতোমধ্যে আইএসআইএস হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ওই এলাকায় বোমা হামলার ঘটনা ঘটল।